আমাদের কথা খুঁজে নিন

   

বোয়ালমারীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিø

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাসির মোল্লা (৩০)। এ ঘটনাকে কেন্দ্র করে অন্তত ১০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এদিকে ভোলা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থীর প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মিরেরচর গ্রামে শুক্রবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিএনপি সমর্থক আবুল কালাম আজাদ বাবলু ও আওয়ামী লীগ সমর্থক রাশেদ মোল্যার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি কর্মী নাসির আহত হয়। তাকে চিকিৎসার জন্য বোয়ালমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুকে কেন্দ্র করে গতকাল সকালে আওয়ামী লীগ সমর্থকদের কমপক্ষে ১০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায় বিএনপি সমর্থকরা। পুলিশ হামলায় জড়িত থাকার সন্দেহে মো. হাবিব ও সাহাবুদ্দিন সোহাগ নামের দুই যুবককে আটক করে। বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নীরব জানান, ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মিয়ার প্রচারণা সভা ছিল। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন গিয়ে তাদের চেয়ারগুলো দখল করে নেয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা করে চেয়ারগুলো ভাঙচুর করে। এতে তিনিসহ অন্তত তাদের ২৫ জন আহত হন। অপর দিকে কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব জানান, বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেনের পূর্ব নির্ধারিত সভা চলছিল। একপর্যায়ে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা এসে তাদের ওপর হামলা করে। এতে খোকন, অপু, মাসুদ, জিন্না, জনিসহ তাদের ১০/১২ জন আহত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.