আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ নিহত ৬

সাভারের আশুলিয়ায় নসিমনচাপায় দাদা-নাতি নিহত হয়েছেন। হবিগঞ্জ, দিনাজপুর ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে ২৫ শিক্ষার্থী ও বরিশালে পিকআপের ধাক্কায় আহত হয়েছেন স্বেচ্ছসেবক দলের তিন নেতা-কর্মী। আশুলিয়া : ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল নসিমনচাপায় দাদা ও নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রূপচাঁন মণ্ডল ও তার নাতি শাহীনুর। রূপচাঁনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন জাহির মিয়া ও রানু চন্দ্র রায়। দিনাজপুর : শহরের ডায়াবেটিস মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কামরুল হাসান প্যাসিফিক ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ ছিলেন। মানিকগঞ্জ : ঘিওর উপজেলার ত্বরা নামক স্থানে বাসচাপায় মোটরসাইকেল চালক নাসিম মিয়া নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তার বড় বোন হরিরামপুর উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নী। রাঙামাটি : কাপ্তাইয়ের ব্যাংছড়িতে গতকাল নৌবাহিনীর চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের একটি পিকনিক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বরিশাল : নগরীর পুলিশ লাইন রোডে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নূরুল ইসলাম, সোহাগ ও মিঠু। তারা উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.