সরকার প্রথমবারের মতো নারী গাড়িচালক নিয়োগ দিতে যাচ্ছে। আর এটি চালু করা হবে মহিলাবিষয়ক অধিদফতরে নারী গাড়িচালক নিয়োগের মাধ্যমে। গতকাল রাজধানীর ইস্কাটনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এক মতবিনিময় সভায় এ কথা জানান।
'নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে মহিলাবিষয়ক অধিদফতরের কার্যক্রম' বিষয়ে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী নারী। আবার নারী স্পিকার, নারী সচিব, নারী এসপি-ডিসি হলেও এখন পর্যন্ত সরকারি কোনো অফিসে নারী গাড়িচালক নিয়োগ দেওয়া হয়নি। অধিদফতরে শীঘ্রই নারী গাড়িচালক নিয়োগ দেওয়া হবে। মহিলাবিষয়ক অধিদফতরের কর্মচারী ইউনিয়নের মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন ও অতিরিক্ত পরিচালক শামীমা হক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।