নাটোরে বিএনপি কর্মী আবদুস সালাম হত্যা মামলার এক সাক্ষীর লাশ উদ্ধার করা হয়েছে। একই জেলার বড়াইগ্রাম ও লালপুর সীমান্তে মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া পটুয়াখালী, গোপালগঞ্জ ও টাঙ্গাইলে গৃহবধূসহ তিনজন খুন হয়েছেন। নাটোরের সিংড়া উপজেলায় ক্ষেত থেকে বিএনপি কর্মী আবদুস সালাম হত্যা মামলার সাক্ষী ফেরেজ আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেরেজ উপজেলার কদমকুড়ি গ্রাামের বাসিন্দা। গত ১১ ডিসেম্বর স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী আবদুস সালাম নিহত হন। এ হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন ফেরেজ। এদিকে বড়াইগ্রাম ও লালপুর উপজেলা সীমান্তের গুধরা ব্রিজের কাছে ভোরে মাছ চাষি কামাল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালী : গলাচিপায় স্বামীর মারধরে গৃহবধূ সালমা বেগম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পটুয়াখালী জেনারেল হাসপাতালে শনিবার রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী বেল্লাল মেকারসহ তার বাড়ির লোকজন পলাতক। গোপালগঞ্জ : মুকসুদপুরে খোকন বিশ্বাস নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার ছোট তারাইল গ্রামের একটি কলাই ক্ষেত থেকে গতকাল তার লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল : ধনবাড়ির মিয়াপাড়া হবি ড্রাইভারের বাসার সেফটিক ট্যাঙ্ক থেকে সাজু পাগলা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সাজু চাদুটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।