আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

সিরাজগঞ্জ, জামালপুর, দিনাজপুর ও সিলেটে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর ও সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে এ দুটি দুর্ঘটনা ঘটে। জামালপুর : সদর উপজেলার দিগপাইতে গতকাল বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত ও ১০ পথচারী আহত হয়েছেন। নিহত ছাইদুর রহমানের সরিষাবাড়ী উপজেলার করগ্রামে। দিনাজপুর : চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রী নিপা রানী রায় নিহত হয়েছে। নিপা উপজেলার রাজাডাঙ্গা গ্রামের প্রদীপ চন্দ্র রায়ের মেয়ে ও রাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সিলেট : সিলেট-তামাবিল সড়কের নলজুরি বাজারে গতকাল ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইমন আহমেদ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.