সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতাকারীদের আলটিমেটামকে 'পরোয়া' করেন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বাংলাদেশে কয়লানির্ভর বিদ্যুৎ উৎপাদন করতেই হবে। আনু মুহাম্মদ সাহেব যা-ই বলেন না কেন, এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎ সবচেয়ে সস্তা। সুতরাং সে প্রচেষ্টাই চলছে। এ সময় তিনি আন্দোলনকারীদের মতবাদকে 'ভুল' বলে দাবি করেন। গতকাল সচিবালয়ে অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, আজ গ্রামীণ ব্যাংক কমিশন প্রতিবেদন জমা দেবে কিনা সে বিষয়টি তিনি নিশ্চিত নন। তবে কমিটি প্রতিবেদন জমা দিলে তা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।