আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনায় পিরানহার আক্রমণে আহত ৭০

আর্জেন্টিনায় রিও পারানা নদীতে ভয়ঙ্কর পিরানহাগোত্রীয় মাছের আক্রমণে আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ। বড়দিন উদযাপন উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ এই নদীর তীরে ভিড় জমিয়েছিলেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে চিকিৎসকরা জানিয়েছেন। দেশটির রোসারিও শহরের জরুরি সেবা বিভাগের পরিচালক ফেদেরিকো কর্নেইয়ার জানান, এই মাছের আক্রমণে সাত বছর বয়সী এক বালিকা তার হাতের একটি আঙ্গুল প্রায় হারাতে বসেছে। বিবিসি। এ ছাড়াও ডজনেরও শে মানুষের শরীরে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে। টেলিভিশনকে তিনি আরও বলেন, এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। এটি স্বাভাবিক ঘটনা হতো যদি বিচ্ছিন্নভাবে কোনো মাছ কাউকে আক্রমণ করত। কিন্তু এই ঘটনার বিস্তার ও ভয়াবহতা বিশাল। এটি নিঃসন্দেহে ব্যতিক্রম। প্রিয় পারানা নদীর তীরে এই ঘটনা ঘটে। রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৩০০ কিলোমিটার উত্তরে এর অবস্থান। ছুটির দিনগুলোতে অনেক আর্জেন্টাইন একটু স্বস্তির আশায় এই নদীর তীরে ভিড় জমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.