মিসরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দেশটির একটি আদালত এ নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হামাসের কার্যালয় ও সম্পত্তি জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে। মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় হামাসকে নিষিদ্ধের দাবি জানিয়ে এক আইনজীবীর মামলার পর এ নির্দেশ দিলেন আদালত। গত ডিসেম্বরে মিসরের অন্তর্বর্তী সরকার মুসলিম ব্রাদারহুডকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করে। হামাসের এক সদস্য বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন নির্দেশনা দিয়েছেন। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।