আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মায় দেড় হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ড

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে সিমেন্টবাহী ট্রলার ডুবে গেছে। ট্রলারটির পাঁচ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তলিয়ে গেছে ১ হাজার ৫৩০ বস্তা সিমেন্ট। গতকাল সকাল ৯টার দিকে মাওয়ার ১ নম্বর ঋষিবাড়ি এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, মুক্তারপুর থেকে ট্রলার সিমেন্ট নিয়ে শরীয়তপুরের নগরকান্দা যাওয়ার পথে সে াতের তোড়ে বিপরীত থেকে আসা অন্য একটি খালি ট্রলারকে ধাক্কা দেয়। এতে সিমেন্টভর্তি ট্রলারটি নদীতে তলিয়ে যায়। সিমেন্টবাহী ট্রলারের শ্রমিকরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.