দিল্লিতে তখন অফিস টাইম৷ রাজপথে শত শত গাড়ি৷ট্রাফিক সিগনালে জ্বলছে লাল লাইট৷ তাই থমকে আছে শহরের একপ্রান্ত৷ কিন্তু এই সিগনালের পেছনে কারণ কি? কারণ হচ্ছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন এবং তার নতুন ছবি ‘ব্যাং ব্যাং’৷
ঘটনা হলো, গত মঙ্গলবার সকাল থেকেই দিল্লির ফ্লাইওভার ব্রিজ এলাকায় তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে চলছিল শ্যুটিং পর্ব ৷ আর বিপত্তি শুরু সেখান থেকেই৷ হৃত্বিকের অ্যাকশন দৃশ্যে শ্যুটিংয়ের জন্য থমকে যায় দিল্লি ট্রাফিক৷
শুধু তাই নয়, হৃত্বিক-ক্যাটরিনাকে দেখার জন্য উৎসাহী জনতার ভিড়ও উপচে পরে৷ শেষমেশ দিল্লি পুলিশের হস্তক্ষেপে শ্যুটিং বন্ধ করতে বাধ্য হলেন ‘ব্যাং ব্যাং’ টিম৷
দিল্লি পুলিশের মতে, ‘ব্যাং ব্যাং’ টিম অনুমতি ছাড়াই শ্যুটিং করছিল৷ তাই জন্যই এত বিপত্তি৷ অনুমতি থাকলে পুলিশের দিক থেকে সহায়তা অবশ্যই পাওয়া যেত৷
তবে হৃত্বিকের উদ্যোগে শেষমেশ পুলিশের অনুমতি নিয়েই ফের শুরু হয় ছবির শ্যুটিং৷ ততক্ষণে ট্র্যাফিক সামলে দিল্লির রাজপথ ফের কর্ম ব্যস্ত হয়ে পড়ে৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।