আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে মারপিট

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তির প্রতিবাদ করায় সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপি ও জামায়াত সমর্থকরা এক আওয়ামী লীগ নেতাকে মারপিট করেছে। আহত জামাল উদ্দিন হাটিকুমরুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমডাঙ্গা গ্রামের আবুল কালামের ছেলে। গতকাল সকালে আমডাঙ্গা পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে। হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহিল কাফি জানান, আবুল কাশেমের ছেলে বিএনপি সমর্থক একদেল ও ইউছুফ আলীর ছেলে আলমগীর হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ভাষায় কটূক্তি করছিল।

তাতে নিষেধ করলে চিহ্নিত আরও কয়েকজন জামায়াত-বিএনপির সমর্থক মিলে আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন সরকারকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিকাল পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.