*নির্বোধের মতো গলে যাই সবে*
এখানে আলোর সল্পতা
এখানে আলো নেই
এখানে অন্ধকার,
এখানে আলোর আড়ালে পুড়ে খাক
মনুষ্যত্ব ঘর-বাড়ি নীলাক্ষীর চর।
যখন নিয়ন আলোয় জেগে উঠে শহর
মেঠোপথ মিশে যায় আঁধার গগনে
পথের বাঁকে -
পথের ভিন্নতায় নির্বোধের মতো গলে যাই সবে,
রঙের শিশিরে ভেজাতে চাই মন
বাতাস নিয়ে যায় আমাদের,
আমরা গুনতে থাকি আকাশের তারা।
এখানে পুরুষেরা জন্মায় না অনেক দিন হল
মানুষ নিষিদ্ধ অঘোষিত দাবানলে
অযথাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই
ঘুমিয়ে ঘুমিয়ে বাঁচি
আর বেঁচে বেঁচে সময় বাঁধি আকালের ফ্রেমে।
যখন উগ্র হাওয়ায় জোনাকিরা দুলতে থাকে এদিক সেদিক
আমরা তখন খুঁজতে থাকি আমাদের হাড়ের শরীর..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।