আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধের পাঠশালা

পৃথিবীর পাঠশালায় জীবন গুরুমশাই অনেক শেখালেন বাধ্য ছাত্রের মতো সব শিখে নিচ্ছি আর পরীক্ষা দিচ্ছি কেমন করে চোখ খুলে রেখে অন্ধ সাজতে হয় সে আমি গুরুমশাইয়ের কাছে ভালোই রপ্ত করেছি। তিনি বলেছেন রঙ্গমঞ্চে অনেক হাততালি আর বাহবা পেতে হলে শেষ দৃশ্য পর্যন্ত নির্বোধের অভিনয় চমৎকার করতে হবে নইলে মানুষ (?) হতে পারবো না ! তাই মানুষ হবার চেষ্টায় সার্কাসের জোকারের কাছ থেকে রংধনুর সব রঙ ধার করেছি , আমার শিক্ষক জীবন বাবু আমায় দিয়েছেন একরাশ কালো রঙ । এখন আমি যখন ইচ্ছে রঙ তুলিতে দুঃখ ঢাকি কালো রঙে দিনের আলো কে রাত করে দেই সুখের প্রলেপের নিচে চুপ করে দুঃখ ঘুমোয় যদি জেগে ওঠো এই ভয়ে কখনো সিডিয়েটিভ দেই দুঃখ লক্ষ্মী খুকীর মতো ঘুমিয়ে থাকো । সম্মোহিত হও দুঃখ , ঘুম চোখে নেমে আসুক স্বপ্ন পরী সুখে স্বপ্নে ভিজে যাও তুমি আমার কথা ভেবোনা তুমি গুরুমশাই বলেছেন এভাবেই সুখ ! প্রিয় মানুষের চোখে অন্য ছায়া সেই ছায়ার আড়ালে অস্পষ্ট আমি পুরুষালী সুগন্ধির মাঝে অচেনা মিষ্টি গন্ধকে ফুল ভেবে ভুল করি । আমাকে শেখানো হয়েছে সব কিছু বুঝতে নেই , দেখতে নেই তাই আমি নির্বোধ হতে চাই , এ + পাওয়া নির্বোধ শুনেছি নির্বোধেরাই সুখে থাকে আমি কষ্ট করে সুখ খুঁজে বেড়াই না আমি জানি নির্বোধ হতে পারলেই সুখ নিজেই খুঁজে নেবে আমায় গুরুমশাই কি আর মিথ্যে বলেছেন ? আমি দিনরাত মনোযোগী ছাত্রের মতো নির্বোধ হবার পাঠ নেই মানুষ হতে হবে যে ! ২০/১১/২০১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.