মানবতাবাদীদের ভিড়ে নিজেকে অমানুষ বলেই মনে হয় .... কতই না ভালো হতো যদি পরমাণুর কেন্দ্রে লুকিয়ে থাকা অসীম শক্তির খবর মানুষ না জানত ! আবিষ্কার হতো না ফিউশন ও ফিশান , আবিষ্কার হতো না পারমানবিক বোমা । কতই না ভালো হতো ! হিরোশিমা ও নাগাসাকিতে সভ্যতা বিরোধী ঘটনা ঘটতো না , চেরনিবিলের দুর্ঘটনা ঘটতো না , মিথ্যা অজুহাতে ইরাকের উপর নিষেধাজ্ঞা ও আগ্রাসন হতো না , ইরানকে নিয়ে চোরপুলিশ খেলা হতো না ...... বিজ্ঞান আসলে আশীর্বাদ নাকি অভিশাপ ? সব অজানাকে জানতে নেই , অথবা জানলেও প্রকাশ করতে নেই ... ক্ষমতার দণ্ড যখন দুষ্টের হাতে থাকে , জ্ঞানচর্চা ও জিগীষাকে তখন গলাটিপে মেরে ফেলাই ভালো !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।