আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নে দেখা রাজকুমারী



ভালবেসে আমি তোমায়
নাই বা পেলাম সুখ
দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনায়
ভরে যাক বুক

তোমায় আমি বাসবো ভাল
সারা জীবন ভর
বুকের উপর বয়ে যাক
যত বড়ই ঝড়

তুমি আছ এই মনে
মনে পড়ে প্রতি ক্ষণে
যদিও তুমি নও রূপসী
তবুও তুমি আমার প্রেয়সী

তোমার জন্য হৃদয়ে আমার
হয়েছে গভীর ক্ষত
ভালোবাসি আমি তোমায়
পাগলের মত

তোমার কাছে যাবার পথে
অনেক অনেক বাঁধা
তাই বলে নীরবে বসে
যাবে না কাঁদা

সকল বাঁধা হয়ে দূর
আসবে যে নতুন ভোর
তুমি যে শুধু আমারই
স্বপ্নে দেখা রাজকুমারী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।