আমাদের কথা খুঁজে নিন

   

অন্যরূপে ওমর সানি**

অভিনয় জীবনে নিজেকে বার বার ভেঙে নতুনরূপে পর্দায় উপস্থাপন করেছেন অভিনতা ওমর সানী। কখনো নায়ক কখনওবা খলনায়ক। প্রতিটি চরিত্রেই দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তাকে তন্ময় তানসেনের চলচ্চিত্র 'রান আউট' এ দুর্দান্ত প্রতাপের এক চরিত্রে দেখা যাবে। মূলত এ চরিত্রটি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তার। সানীর কথায়, হান্ড্রেট পার্সেন্ট পজেটিভ একটি চরিত্র। বেশ মজা আছে এতে। টার্ন ওভারে কাজ করে চরিত্রটি। মানে সমাজের ভালো দিক উন্মোচন হয় এর মাধ্যমে। সব মিলিয়ে আমার সঙ্গে যায় এবং মনের মতো একটি কাজ বলতে হবে। আশা করছি, দর্শকও বেশ মজা করে এ চরিত্রে আমাকে উপভোগ করবে। এ ছাড়া ওমর সানী অভিনয় করছেন নিজের লেখা গল্পে শুভ রায়হানের পরিচালনায় 'নও মার্সি' টেলিফিল্মে। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে রয়েছেন বাঁধন। নাটকের মূল বক্তব্য হচ্ছে- অস্ত্র ছাড়া শুধু ভালোবাসা দিয়েই অপরাধ দমন করা সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.