আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামেও মাঠে নেই বিএনপি আওয়ামী লীগের 

'মার্চ ফর ডেমোক্রেসি'তে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম বিএনপির শীর্ষনেতারা এখন ঢাকায়। দলীয় সূত্র এমনটি দাবি করলেও শীর্ষনেতাদের অবস্থান নিয়ে দলটির বাইরে নানা প্রশ্ন রয়েছে। এদিকে চট্টগ্রামে মাঠে বিএনপি না থাকলেও দখল নেয় আওয়ামী লীগ। দলীয় সূত্র বিএনপির যে নেতাদের ঢাকায় রবিবার অবস্থানের কথা নিশ্চিত করেছে তারা হলেন_ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির সাবেক চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে থেকে দলীয় এই কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় যাননি তারা হলেন_ দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান জুয়েলসহ আরও কয়েকজন। গতকাল চট্টগ্রামে বিএনপির উল্লেখযোগ্য কোনো দলীয় কর্মসূচি ছিল না। রাজনীতির মাঠ দখলে ছিল আওয়ামী লীগের। লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগের সমাবেশ থাকায় নগরীতে বেশ কয়েকটি খণ্ড মিছিল দেখা যায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের। মুক্তিযুদ্ধে বিজয়ের ৪২ বছর উপলক্ষে বিকালে অনুষ্ঠিত এই সমাবেশ অনেকটা নির্বাচনী জনসভায় রূপ নেয়। বিভিন্ন এলাকা থেকে নৌকা নিয়ে, প্রার্থীদেও পোস্টার, ব্যানার নিয়ে ঢোলবাদ্য বাজিয়ে মানুষ সমাবেশে যোগ দেন। নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

সমাবেশে খালেদা জিয়াকে উদ্দেশ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আজ দেশে স্লোগান উঠেছে, পাকিস্তানের খালেদা, পাকিস্তানে চলে যান। মোশাররফ বলেন, বেগম জিয়া যত চেষ্টাই করুন, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে পারবেন না।

সমাবেশে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের এম এ লতিফ, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের দিদারুল আলম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনের মোস্তাফিজুর রহমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.