বিচিত্রময় মানুষের জীবনে শিশু মন এবং বৃদ্ধ মন এক আচরনে আবদ্ধ । শুধু পার্থক্য হল বৃদ্ধরা জীবনের চড়াই উৎরাই পার করে শিশু জীবনে ফিরে আসে আর শিশুর জীবন শুরু করে একটি নতুনের আকাঙ্খা নিয়ে । সেই নতুনের আকাঙ্খাকে আমাদের বর্তমান মা বাবারা বেশীরভাগ ক্ষেত্রেই একমুখী করে দিচ্ছেন । একটু দুরন্তপনা, দৌর ঝাপ, শিশুর চাওয়া এবং পাওয়ার মধ্যে পড়াশোনা নামক লাগাম টেনে একটি বদ্ধ অবস্থার সৃষ্টি করে দেওয়া হচ্ছে । প্রতিযোগীতার মনোভাব, বুদ্ধি, ধার্মিকতা এবং সামাজিক অবস্থা সব কিছু শুধু বই ভিত্তিক ভেবে কোন কোন সময় তিন বছরের আগেই একটি শিশুকে স্কুল নামক বদ্ধ শিক্ষালয়ে পাঠানো হচ্ছে ।
যার কারন এবং ফলাফল বেশীরভাগ ক্ষেত্রেই বিপরীত মেরুতে নিয়ে দাঁড় করছে আমাদের । আমরা সবাই চাচ্ছি আমারই সন্তান স্কুলের প্রথম দিন থেকেই সবকিছুতে ফাষ্ট হবে ।
সেদিন বাবুর স্কুলে গিয়ে ছিলাম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে । সবচেয়ে ছোট বাচ্চাদের দৌড় শুরু হল । যখনই শিক্ষক বাশি ফুঁ দিয়েছিলেন তখন একটি শিশু উল্টো দৌড় দিয়ে পিছনের দিকে তার মার কাছে চলে গেল ।
ব্যপারটা দেখে তখন আমার খুব হাসি পেলেও উপলব্ধি থেকে বুঝলাম বাবা মায়ের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো একটি শিশুর জন্য কত বড় ভয়ের কারন হতে পারে । সাধারন দৌড় প্রতিযোগিতা শিশুটি স্বাভাবিক ভাবে নিতে না পারার একমাত্র কারন তার বয়স । একটি শিশু যখন নিজেকে মার কোল থেকে অন্য কোন জায়গায় থাকতে স্বস্থিবোধ করেনা ঠিক তখনই একটি বন্দি জীবনের আভাস তার মুক্ত জীবনে সুখের বার্তা হয়ে আসেনি । আর এই শিশু বয়সেই যখন বইয়ের বোঝা তার পিঠকে কুজো করে দিচ্ছে তখন মনের প্রভাবটাও অনেকটাই যেন শৃঙ্খলিত ।
এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলোর প্রভাবটাও কিন্তু অনেকটাই দৃশ্যমান ।
বেশির ভাব শিশুই সাধারনত যারা সঠিক সময়ের আগেই পাঠ দান পদ্ধতির নামে বন্দি জীবন কাটায় তাদের ক্ষেত্রে সামাজিকতার একটি বড় অভাব পরিলক্ষিত হয় । সবার সাথে মিশতে চায়না এবং একাকি থাকতে বেশি পছন্দ করে । আস্তে আস্তেতা মানুষিক সমস্যায় পরিনত হয় যা শিশুকে অটিজম এর দিকে ধাবমান করে ।
সঠিক বয়স এবং বুদ্ধির বিকাসেরর আগেই শিশুদের এভাবে শৃঙ্খলিত জীবন যাপনে অভ্যাস করালে সত্যিই শিশুটির মানষিক বিকাশ বাধাগ্রস্থ হবে । এজন্য আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরী ।
কারন আমরা শিশুকে মানুষ করার নামে যেন তাদের দুরন্তপনা কেড়ে না নেই । সহজ সরল এবং সঠিক বুদ্ধির বিকাশ নিয়ে বেড়ে উঠুক প্রতিটি শিশু এই হোক আমাদের প্রত্যাশা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।