হালদা নদীই দেশের মধ্যে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। প্রতি বছর মধ্য এপ্রিলে মা মাছ ডিম ছাড়ে। নদীর দুই পাড়ে বসবাসরত ডিম সংগ্রহকারীরা এপ্রিলে অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কখন মা মাছ পোনা ছাড়বে। সাধারনত চৈত্র- বৈশাখের অমাবস্যা বা পূর্ণিমার ঝড় বৃষ্টিতে মা মাছ ডিম দেয়। তাই ডিম সংগ্রহকারীরা ঝড় বাদলে হালদা চষে বেড়ায়।
অভিজ্ঞ সংগ্রহকারীরা ডিম মিশ্রিত পানি এনে পোনা পরিষ্ফুটনের জন্য বিশেষ ভাবে তৈরী কুপে ছেড়ে দেয়। ডিম পরিষ্ফুটনের পরেই বিক্রি শুরু হয়ে যায়। প্রথম দিকে অতি ক্ষুদ্র পোনা মিশ্রিত পানি বিক্রয় হয় কেজি দরে। প্রতি কেজির মূল্য ২৫০০০.০০ টাকার নীচে হয়না। মৌসুমের শুরুতে প্রতি কেজি পোনা মিশ্রিত পানি ৭০০০০.০০ টাকা হতে ৮০০০০.০০ টাকা পর্যন্ত বিক্রয় হয়।
পোনার আকৃতি বড় হয়ে যাওয়ার সাথে সাথে অবশ্যই দাম পরে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।