অপদার্থ এবং অশুভ আমি, সৃষ্টির বড় ত্রুটি আমি
জাত খুইয়েছে ও পাড়ার কামিনী
ভালোবেসে হাতেমের ঠোঁট ছুঁয়েছিল শুধু ;
মোড়লবাবুর চশমা লাগেনি ।
সালিশ বসেছে ।
হাতেম কেঁদেছে,
রক্তাক্ত কামিনী ।
বামনি কামিনী একঘরে
চোখের পানিতে ঘর সিক্ত ।
হাতেম গ্রামছাড়া , বংশছাড়া ।
এপাড়াতেও প্রেম প্রেম খেলা চলে;
দুটো ঠোঁট দুটোতে নয়
ততোধিক ঠোঁটে আবদ্ধ ।
বাদামের ছোলা জমে স্তুপ হয়
মুখভর্তি লালার মতো ,
মনভর্তি কামনার মতো ।
গোলাপের পাপড়ির স্থান হয়
বিষন্ন দীঘীর জলে ।
সকালের পর সন্ধ্যা নামে
কাঁধ পরিবর্তন হয় কিন্তু মাথা একই ।
এ পাড়ার কামিনী হাতেম খোঁজে ।
নিত্য নতুন হাতেম ।
ওপাড়ার মোড়লবাবুও হাতেম হয়ে আসে কোনদিন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।