আমাদের কথা খুঁজে নিন

   

বাজেটে ভর্তুকি কমানোর চাপ

বাজেটে ভর্তুকি কমানোর চাপ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর পরই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণাও দিয়েছে সরকার। শুধু তাই নয় চাপ কমাতে উন্নয়ন বাজেট থেকে ১১ হাজার কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। এদিকে বার বার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোর কৌশলের সমালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত হবে উৎপাদন খরচ কমানো। বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধির প্রস্তাব, বাজেট বাস্তবায়নের ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভর্তুকি কমানো, সংস্থাটিতে অডিটর নিয়োগ, হার্ড টার্ম লোন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতের সার্বিক উন্নয়নের অগ্রগতি, বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনার জন্য আগামীকাল (১৯ মার্চ) ঢাকা আসছে আইএমএফের একটি প্রতিনিধি দল। সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি প্রধান রডরিগো কুবেরোর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলটি ২৬ মার্চ পর্যন্ত ঢাকায় অবস্থান করবে বলে জানা গেছে। গত বছরের অক্টোবরে ঢাকা সফরের সময় আইএমএফ'র একটি প্রতিনিধি দল বাজেটে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব দেয়। সে সময় অর্থমন্ত্রীও এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন। জানা গেছে, আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী ২০১৪ সালের পর জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ার কথা। এ ছাড়া কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে বাজেট থেকে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার বিষয়ে আইএমএফের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.