কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় স্কুলছাত্রী, বগুড়ায় ট্রাকের ধাক্কায় দাখিল পরীক্ষার্থী এবং ফরিদপুরে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। নীলফামারী, ঝিনাইদহ ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে। কুমিল্লা : চান্দিনার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল কাভার্ড ভ্যান চাপায় স্কুলছাত্রী তিনি্ন নিহত হয়েছে। সে উপজেলার বাগুর গ্রামের খোকন মিয়ার মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্লের ছাত্রী। বগুড়া : শাজাহানপুরে সুজাবাদ দহপাড়ায় ট্রাকের ধাক্কায় দাখিল পরিক্ষার্থী ফারজানার মৃত্যু হয়েছে। সিএনজিচালিত অটো রিকশায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর : নগরকান্দারয় বাসচাপায় শিশু শিলা নিহত হয়েছে। মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নীলফামারী : সৈয়দপুরের হঠাৎ পাড়ায় মোটরসাইকেলের সঙ্গে রিকশার সংঘর্ষে নিহত হন রিকশাচালক আবদুল মজিদ। এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। কুড়িগ্রাম : ফুলবাড়ীতের আবদুল্লার বাজার এলাকায় গতকাল ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহেদুল হক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আহত সাদ্দাম হোসেন রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ : সদর উপজেলার বিষয়খালী বাজারে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র ইমদাদ হোসেন নিহত হয়েছে। সে স্থানীয় শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।