আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিমিয়া নিয়ে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে: জন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বক্তৃতায় বলেন, আমি একটি জাতীয়তাবাদী উত্তাপ লক্ষ্য করছি যা প্রকৃতপক্ষে অত্যন্ত বিপদজনক পর্যায়ে চলে যেতে পারে। আপনাদের প্রত্যেকের উচিত অতীতে ফিরে যাওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন শুরু হয়েছিল সে ইতিহাস পড়া। সে সময় যে উন্মাদনা ছড়িয়ে দেয়া হয়েছিল তা ছিল জাতীয়বাদী পাগলামী।

তিনি রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন এবং এজন্য তাকে 'মূল্য' দিতে হবে।

গত রবিবারের এক গণভোটের জের ধরে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেরি এসব কথা বলেন। ক্রিমিয়ার গণভোটে রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে ৯৭% ভোট পড়ে।

জন কেরি বলেন, আপনি যা চান সেটিকে গণভোটের দিকে ঠেলে দেবেন এটি আইনসম্মত হতে পারে না। কারণ আপনি হয়তো এ কারণে ক্ষুব্ধ হয়ে রয়েছেন যে, শীতল যুদ্ধ বা সোভিয়েত ইউনিয়ন বা এ জাতীয় কিছু শেষ হয়ে গেছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.