ক্রিমিয়ার গণভোটের অর্ধেকাংশের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, স্বায়ত্তশাসিত অঞ্চলটির ৯৫ ভাগেরও বেশি ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসি ও আল-জাজিরার।
এই গণভোটের ফলে ইউক্রেন থেকে আলাদা হতে চলছে ক্রিমিয়া। ক্রিমিয়ার নেতারা জানিয়েছেন, তারা সোমবারই রাশিয়ার সঙ্গে যুক্ত হতে আবেদন করবেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ফলাফলকে স্বাগতম জানিয়েছেন। তিনি বলেছেন, ক্রিমিয়ার জনগণের ইচ্ছাকে আমরা সম্মান করি। অন্যদিকে ইউক্রেন সরকার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ ভোটকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে।
গত ফেব্রুয়ারি থেকেই রাশিয়ান সৈন্যরা প্রদেশটির সরকারি ভবনগুলো ঘিরে রেখেছিল। এরপর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘক্ষণ ফোনালাপ হলেও কোনো সমাধান হয়নি।
এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে নিন্দা প্রস্তাবেও ভেটো দিয়েছে রাশিয়া।
ইউক্রেনে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইইউকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করায় গত বছরের নভেম্বর থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। একটানা বিক্ষোভের মুখে প্রেসিডেন্টের পলায়নের পর নতুন করে স্বায়ত্তশাসিত প্রদেশ ক্রিমিয়ায় সঙ্কট তৈরি হয়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।