রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে চায় ইউক্রেন। দেশটির পার্লামেন্টে গতকাল আনুষ্ঠানিকভাবে এর স্বপক্ষে ভোট দিয়েছে ক্রিমিয়া অঞ্চলের এমপিরা। এ সিদ্ধান্তের ব্যাপারে জনগণের রায়ের জন্য ১৬ মার্চ গণভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছে পার্লামেন্ট। অন্যদিকে ইউক্রেনের অন্তর্বর্তী সরকার বলেছে, ক্রিমিয়ার এই ধরনের পদক্ষেপ হবে অসাংবিধানিক।
ক্রিমিয়া অঞ্চলের বেশিরভাগ মানুষই রাশিয়ান।
ইউক্রেনে মস্কোপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর দেশটির চাপের কেন্দ্রে রয়েছে ক্রিমিয়া। এদিকে ইউক্রেন সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছে ইইউ। ইউক্রেনের দক্ষিণাঞ্চল ক্রিমিয়ায় রুশ সেনা মোতায়েনের বিষয়ে কতটা কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত- এ ব্যাপারে আলোচনা করতে জরুরি সভায় বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গতকাল এ খবর জানানো হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে ইউক্রেন সংকট নিয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। ইইউভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলো রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে রয়েছে। তবে জার্মানির প্রভাব বলয়ে থাকা অন্য দেশগুলো মনে করে, মধ্যস্থতার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে সহিংস ঘটনার আশঙ্কা এখনো রয়ে গেছে। ক্রিমিয়ার নিয়ন্ত্রণ এখনো রুশ সেনাদের হাতে।
একইসঙ্গে পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী এলাকাগুলোতে মস্কো হস্তক্ষেপ করতে পারে এমন উদ্বেগও রয়েছে। এমন পরিস্থিতিতে ন্যাটো ও রাশিয়া ব্রাসেলসে বৈঠক করতে যাচ্ছে।
'সার্বভৌমত্বের লঙ্ঘন মেনে নেব না' : ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আর এতে বিশ্বকে মস্কোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলেও দাবি করেন তিনি। ইউক্রেন ইস্যুতে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে কেরি বলেন, আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা মেনে নেব না এবং তা জবাববিহীন হবে না।
কেরি দাবি করেন, প্যারিস বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ চলমান সমস্যা সমাধানের বিষয়ে কূটনৈতিক পথ অনুসরণের ইঙ্গিত দিয়েছেন এবং এতে তিনি নিজেই খানিকটা উৎসাহবোধ করছেন।
সম্পর্ক বিবেচনা করছে ন্যাটো : রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে কিনা তা বিবেচনা করছে ন্যাটো জোট। মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন বলেন, ইউক্রেনের সার্বভৌমত্বকে রাশিয়া লঙ্ঘন করছে। ফলে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক শিথিল করে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দিকে নজর দেওয়ার কথা ভাবছে ন্যাটো। এদিকে ন্যাটোর এই অবস্থানের জবাবে রাশিয়ার দূত বলেন, রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধ যুগের নীতি ও কৌশল প্রয়োগ করা হচ্ছে।
বিবিসি, এএফপি।
উদ্ভূত এই পরিস্থিতিতেই মার্কিন প্রতিরক্ষা সচিব চাক হেগেল জানিয়েছেন, পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলের আকাশ প্রতিরক্ষার জন্য দেশটি অতিরিক্ত সহায়তা দেবে। এরই অংশ হিসেবে পেন্টাগন থেকে আরও ছয়টি যুদ্ধবিমান অতিসত্বর পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।