আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটিতে দেওয়াল ধ্বসে নিহত ১, বোট ডুবে দম্পতি নিখোঁজ

রাঙামাটিতে আকষ্মিক ঝড়ো হাওয়ায় কাপ্তাই লেকে বোট ডুবে দম্পতি নিখোঁজ হয়েছে।

নিখোঁজ দম্পতির নাম- আইভিন সুলতানা ও স্বামী মো, আলমগীর পাঠয়ারী। নিহত দম্পতি কুমিল্লার বড়ুরা থানার বাসিন্দা।

আজ বিকেল ৪টার দিকে রাঙামাটি পর্যটনের আদার পাহাড় এলাকায় এঘটনা ঘটে।

অন্যদিকে এই ঝড়ো হাওয়ায় দেওয়াল ধ্বসে মো. শাহ আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শহরের চত্বর এলাকার পুলিশ সুপার কার্যালয়ের পাশে তৈয়ব ঠিকাদারের তিন তলার ভবনের দেওয়াল ধ্বসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল ৪ টার দিকে হঠাত্ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় রাঙামাটি পুলিশ সুপার অফিস সংলগ্ন তৈয়ব ঠিকাদারের তিন তলা ভবনের দেওয়াল ধ্বসে পাশের বাড়ীর ঘরের চালে পড়ে। এ সময় ঘরে থাকা শ্রমিক মো. শাহ আলম ঘটনাস্থলেই মারা যায়।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক মো. আখলাখুর রহমান জানান, চট্টগ্রাম থেকে বেড়াতে আসা দম্পতি বিকেল ৪টার দিকে কাপ্তাই লেকে নৌকা ভ্রমনে বের হয়।

এ সময় আকষ্মিক ঝড়ো হাওয়ার মুখে পড়ে তাদের বোটটি উল্টে যায়। বোটটি উল্টে যাওয়ার পর থেকে এই দম্পতিকে খোঁজে পায়নি। তবে কাপ্তাই নৌবাহিনী থেকে ডুবরীদের একটি টিম উদ্ধার অভিযোন চালিয়ে যাচ্ছে বলে জানা তিনি।

ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল ঘটনাস্থলে পরিদর্শন করেন।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.