আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত শতাধিক

বিভিন্ন স্থানে গতকাল সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক লোক। এর মধ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে খাস জমির দখল নিয়ে ৮০, ব্রাহ্মণবাড়িয়া রেলগেট এলাকায় দেশেরপত্র পত্রিকায় প্রকাশিত ইসলামবিদ্বেষী সংবাদের জেরে ২৫, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্বশত্রুতার জেরে ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সিদ্ধিরগঞ্জে দুই পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর-

হবিগঞ্জ : বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে খাসজমির দখল নিয়ে গতকাল দুই পক্ষের সংঘর্ষে ৮০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ইকরাম গ্রামের পাশে খাসজমির দখল নিয়ে ওই গ্রামের কাউসার মিয়ার সঙ্গে শামীমের বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। পরে সুজাতপুর ফাঁড়ির পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলগেট এলাকায় গতকাল দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। জানা যায়, ঢাকা থেকে প্রকাশিত দেশেরপত্র পত্রিকায় ইসলামবিদ্বেষী সংবাদ প্রকাশের প্রতিবাদ করেন স্থানীয় আলেমরা। এ নিয়ে আলেম ও হকারদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতকাল ওই পত্রিকার ৬/৭ জন হকার হাতুড়ি, রড নিয়ে রেলগেট এলাকায় তিন মাদ্রাসাছাত্রের ওপর হামলা চালায়। স্থানীয়রা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।

সিদ্ধিরগঞ্জ : পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি রেললাইন আদর্শবাজার মোড়ে গতকাল এ ঘটনা ঘটে। দেড় মাস আগে আরামবাগ এলাকার জসিম ও রেজাউলকে মারধর করে রসুলবাগের সেকান্দার ও তার সহযোগীরা। সেকান্দার গতকাল আদর্শবাজার মোড়ে এলে রেজাউল, জসিম, সাইফুলসহ ২০-৩০ জন তাকে মারধর করে। খবর পেয়ে সেকান্দারের লোকজন এসে রেজাউল ও জসিমের লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষে সংঘর্ষ বাধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.