আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরাখণ্ডে ৬৪টি মৃতদেহের সন্ধান

ভারতের উত্তরাখণ্ড প্রদেশের কেদারভ্যালি এলাকায় ৬৪টি মৃতদেহ পেয়েছে পুলিশ। দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, গতকাল এক ঢালের ওপর মৃতদেহগুলো পাওয়া যায়।

পুলিশ আরও জানিয়েছে, মৃত ব্যক্তিরা খুব সম্ভবত নিজেদের বাঁচাতে ঢাল বেয়ে ওঠে। কিন্তু বৃষ্টি ও ঠাণ্ডার কারণে তাদের মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা মিনা বলেন, ভ্যালির ঢালে খারাপ আবহাওয়ার কারণে মৃতদেহ খোঁজা আমরা বন্ধ রেখেছি। আবহাওয়া ভালো থাকলে পরবর্তী দিনগুলোয় জঙ্গলছত্তি, রামাদা, গুড়গাঁও এবং ভিমবালিতেও মৃতদেহের খোঁজে অভিযান চালাব। আশঙ্কা করছি সেখানে আরও মৃতদেহ উদ্ধার হবে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে উত্তরাখণ্ড প্রবল বন্যার শিকার হয়। ফলে সেখানে ভূমিধসসহ অন্যান্য স্থাপনা ভেঙে পড়ার ঘটনা বেড়ে যায়। এনডিটিভি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.