কি আশা করেন? যার বিচার হচ্ছে , যার বিচারের পর জীবন চলে যাবে সে বিচারে সহযোগিতা করবে ? জান বাচানো ফরজ, নিজে বেচে বাপের নাম, এসব কথা গুলো এমনি এমনি আসেনি। জান এর মায়া করে না এমন মানুষ খুব কমই আছে পৃথিবীতে। যার জান যাবে সে সব রকম ভাবে চেষ্টা করবে নিজের জীবন বাচাতে। আন্তর্জাতিক ভাবে দেশিভাবে সব ভাবে তাদের সমর্থ অনুযায়ী চেষ্টা করবে। এটাই ন্যাচারাল ।
প্রতিদিন পেপার খুল্লেই ; যুদ্ধাপরাধের বিচার বন্ধে বিদেশেও তৎপর জামায়াত,
যুদ্ধাপরাধের বিচার বন্ধে জামাতের অপ তৎপরতা ,
জামাত ষড়যন্ত্র করছে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে চায় বা দেরি করিয়া দিতে চায় ।
এসব তো আমরা জানি বা জানতাম যে এগুলো হবে।
সো আমরা ভয় পাই না।
আমারা কি কোন মিথ্যা বিচার চাচ্ছি? না ।
সো আমরা ভয় পাই না।
অতএব এসব খবর গুলো কে ফোকাস না করাই ভাল।
ওরা যাই করুক, বিচার হবে।
কোন অপ তৎপরতা ই বিচার রুখতে পারবে না যারা বিশ্বাস করেন তাদের কাছে এসব খবরের কোন মূল্য নেই শুধু শুধু পেপার নষ্ট। আরে ভাই গ্লোবাল অয়ারমিং এর কথাও ভাবো। ভবিষ্যৎ প্রজন্মর কথাও ভাবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।