বরিশালে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। চট্টগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত এবং জখম হয়েছেন ১০ জন। গাজীপুর, মাদারীপুর, কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় শনিবার রাতে মেঘনা পরিবহনের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাসচালক রুস্তুম আলী ও সুপারভাইজার ইয়াজমুল। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ যাত্রী। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম : নগরীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নগরীর খুলশী থানাধীন ১ নম্বর রোড এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। টঙ্গী : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ডে গতকাল বাসচাপায় গার্মেন্ট কর্মী খলিলুর রহমান নিহত হয়েছেন। খলিলুর চাঁদপুরের হাইমচরের জয়নাল আবেদিনের ছেলে। তিনি টঙ্গীর গাজীপুরা ফ্যাশন স্টেপ পোশাক কারখানার স্যানেটারি মিস্ত্রির কাজ করতেন। মাদারীপুর : সদর উপজেলার মস্তফাপুরের ছোট ব্রিজ নামক স্থানে গতকাল বাসচাপায় শিশু মেহেদী মারা গেছে। এ সময় আহত হন তার মা সুলতানা বেগম। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জের ভবানীপুরে ট্রলিচাপায় স্কুলছাত্র সাগর চন্দ্র শীল নিহত হয়েছে। সাগর উপজেলার সাহাপাড়া গ্রামের ভুলু চন্দ্র শীলের ছেলে ও ভবানিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। কুমিল্লা : বরুড়া উপজেলার পিলগিরিতে গতকাল ট্রাক্টরচাপায় শিশু হৃদয় নিহত হয়েছে। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। এদিকে দুপুরে দাউদকান্দির পেন্নাইয়ে ট্রাকচাপায় মৃত্যু হয়েছে আবুল হাসেম মিয়া নামে এক ব্যক্তির। হাসেম পেন্নাই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।