আমাদের কথা খুঁজে নিন

   

৫৭ ককটেল পেট্রল বোমাসহ আটক ১০

ঢাকার আশুলিয়া থেকে ৪৯টি ককটেল ও তিনটি রামদাসহ আটজনকে আটক করেছে র্যাব। নওগাঁ থেকে চারটি পেট্রলবোমা ও ৪টি ককটেলসহ দুজনকে আটক করে যৌথবাহিনী। এ ছাড়া চুয়াডাঙ্গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের খবর-

আশুলিয়া : শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার রাতে ৪৯টি ককটেল তিনটি রামদাসহ আটজনকে আটক করেছে র্যাব। আটকরা হলো, মাহফুজ আলম, জুনায়েদ, বাহার উদ্দিন, মুন্না, জয়নুল আবেদীন, আশিক, ইয়াছিন ও জাকির। নওগাঁ : শহেরর সুলতানপুর মহল্লা থেকে গতকাল ভোররাতে চারটি পেট্রলবোমা ও ৪টি ককটেলসহ দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। তারা হলো- শহরের সুলতানপুর মহল্লার বাপ্পি হোসেন ও মানিক মিয়া। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার লোকনাথপুর থেকে শনিবার রাতে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও সাতটি বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.