আমাদের কথা খুঁজে নিন

   

হামলার দায় স্বীকার করেছিলেন লাদেন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেনের হামলার মূল পরিকল্পনার দায় স্বীকার করেছিলেন। লাদেনের জামাতা সুলেইমান আবু ঘেইত (৪৮) বুধবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের শুনানি চলাকালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই এ কথা বলেন। লাদেনের কন্যা ফাতিমাকে বিয়ে করেছেন ঘেইত। তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের রাতে আফগানিস্তানের একটি গুহায় সাবেক আল-কায়েদা প্রধানের সঙ্গে নাটকীয় সাক্ষাতের কথা বর্ণনা করেন। ঘেইতের বর্ণনানুযায়ী, 'বিন লদেন বলেন, তুমি কি জান, কি ঘটেছে? আমরাই এ ঘটনা ঘটিয়েছি।'

তিনি আদালতে বলেন, তিনি বিন লাদেনকে এই বলে সতর্ক করেন যে, নিউইয়র্ক ও ওয়াশিংটনে হামলার পর তাকে আমেরিকার রোষাগি্ন মোকাবিলা করতে হবে। জবাবে বিন লাদেন বলেছিলেন, 'তুমি খুবই হতাশাবাদী।' এর কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হামলায় আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটে এবং বিন লাদেন পালিয়ে যান। এর ১০ বছর পর ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোদের হামলায় লাদেন নিহত হন। আবু ঘেইত তার বিরুদ্ধে অভিযোগের শুনানিকালে লাদেন সম্পর্কে এ তথ্য দেবেন তা কেউ ভাবেননি। ঘেইতের বিরুদ্ধে আমেরিকানদের হত্যা ও সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে তার বিচার কার্য সম্পন্ন হতে পারে। আদালতে শুনানি চলাকালে প্রসিকিউটররা ঘেইতের বিরুদ্ধে আল-কায়েদার লোক ভর্তির অভিযোগ আনলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.