আমাদের কথা খুঁজে নিন

   

রাঘববোয়ালদের বাদ দিয়েই চার্জশিট অনুমোদন

প্রায় ৬০০ কোটি টাকা আত্দসাতের অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসওএম কলিম উল্ল্যাহ এবং সাবেক তিন এমডিসহ প্রভাবশালীদের বাদ দিয়ে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল কমিশনের নিয়মিত সভায় ৩৯ ও ৪০ নম্বর মামলার চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। দুদকের উচ্চ পর্যায়ের সূত্র চার্জশিট অনুমোদনের বিষয়ে নিশ্চিত করেন। মামলার চার্জশিটের বিষয়ে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

৩৯ নম্বর মামলার চার্জশিট থেকে যারা বাদ পড়েছেন : ৩৯ নম্বর মামলার মোট আসামি ছিল ১০ জন। এরমধ্যে চার্জশিট থেকে আটজনকে বাদ দেওয়া হয়েছে। তারা হলেন, বিটিসিএলের এমডি এসওএম কলিম উল্ল্যাহ, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. আবু সাইদ খান, সাবেক সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) প্রকৌশলী মোহাম্মদ তৌফিক, সাবেক জিএম (ওটিআর ও বর্তমানে জিএম, বিটিসিএল-ইস্ট) আনোয়ারুল মামুন, সাবেক সহকারী বিভাগীয় প্রকৌশলী (আইটিএঙ্), মু. মোক্তার আহমেদ, অ্যারিকসন বাংলাদেশ লিমিটেডের কনটাক্ট ম্যানেজার আসিফ জাহিদ চৌধুরী, সার্ভিস ইঞ্জিনিয়ার মাসরুরুল হাকিম এবং প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম।

৪০ নম্বর মামলার চার্জশিট থেকে যারা বাদ পড়েন : ৪০ নম্বর মামলায় আসামি ছিল ১২ জন। চার্জশিট থেকে সাতজনকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন, বিটিসিএলের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. আবু সাইদ খান, সাবেক ভারপ্রাপ্ত এমডি আজিজুল ইসলাম, সাবেক সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) প্রকৌশলী মোহাম্মদ তৌফিক, সাবেক জিএম (ওটিআর) আনোয়ারুল মামুন, এলএম অ্যারিকসন বাংলাদেশ লিমিটেডের কনটাক্ট ম্যানেজার আসিফ জাহিদ চৌধুরী, সার্ভিস ইঞ্জিনিয়ার মাসরুরুল হাকিম এবং প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম। গতকাল এ দুটি মামলার চার্জশিটে মোট ১০ জনকে আসামি করে মামলার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৪০ নম্বর মামলার চার্জশিটে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন আবু হেনা মোস্তফা সালাম, রোলেন চাকমা ও নজরুল ইসলাম। বাকি সাতজন মামলার আসামি এজাহারভুক্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.