আমাদের কথা খুঁজে নিন

   

ইয়েমেনে হামলার দায় স্বীকার আল-কায়েদার

ইয়েমেনের রাজধানী সানার বাব আল ইয়ামানে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ এবং বন্দুকধারীদের হামলার ঘটনার দায় স্বীকার করেছে আরব উপদ্বীপের আল-কায়েদা গোষ্ঠী (একিউএপি)। বৃহস্পতিবারের ওই হামলায় নিহত হয় ৫২ জন। ঘটনার দায় স্বীকার করে একিউএপি'র আল-মালাহিম শাখা জানায়, সানার মন্ত্রণালয় ভবন থেকে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) অভিযান পরিচালনা করার কারণেই এ ভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় মন্ত্রণালয়ের হাসপাতালের ভেতরেও গোলাগুলি হয়। বন্দুকযুদ্ধে বেশিরভাগ বন্দুকধারীই নিহত হয় বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানায়, মন্ত্রণালয় ভবনে দিনের কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে হামলা হয়। একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়ি চালিয়ে ভবনের ফটকে বিস্ফোরণ ঘটায়। কর্মকর্তারা বলেন, ওই গাড়িকে অনুসরণ করা অন্য একটি গাড়ি ভবনের ভেতরে ঢুকে পড়ে গুলি ছোড়ে। বন্দুকধারীরা সামরিক পোশাক পরা ছিল। তাদের সঙ্গে সেনাদের গুলিবিনিময় হয়। টুইটারে এক বার্তায় আল-মালাহিম জানায়, মুজাহিদিনরা প্রতিরক্ষা দফতরটিতে ড্রোন হামলা পরিচালনা কক্ষ এবং মার্কিন বিশেষজ্ঞরা থাকার বিষয়টি প্রমাণ করার পর সেখানে হামলা চালানো হয়। ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.