আমাদের কথা খুঁজে নিন

   

রাসূল (সা.)-এর আদর্শ বাস্তবায়নেই মানবতার শান&

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া চট্টগ্রামের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনের শেষ দিনে সভাপতির ভাষণে পীরে কামেল ফক্বীহুল মিল্লাত মুফতি আবদুর রহমান মা. জি. আ. বলেছেন, বর্তমান অশান্ত মানবতা শান্তির আশায় বিভিন্ন তন্ত্র-মন্ত্রের পেছনে ঘুরে শান্তি পায়নি বরং আরও গভীর অশান্তির অতলে ডুবে যাচ্ছে। কিন্তু প্রতিকার কারও গবেষণায় বের হয়ে আসছে না। অথচ বর্তমান সময়ের চেয়ে আরও কঠিন অন্ধকারে নিমজ্জিত মানবতাকে শান্তির পথে ফিরিয়ে এনেছিলেন মুহাম্মদ (সা.) তাঁর সুনিপুণ আদর্শের মাধ্যমে। আজও বিশ্ব মানবতা শান্তি চাইলে রাসূল (সা.)-এর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক আল্লামা মুফতি আবদুল হালীম বুখারী, আল্লামা জুবাইর আহমদ আনছারী ব্রাহ্মণবাড়িয়া, আল্লামা আবদুল বাসেত সিরাজগঞ্জ, রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দুল আলম আরমানী, আল্লামা আবদুস সালাম জিরি, মুফতি মিজান মোহাম্মদপুর ঢাকা প্রমুখ। বিজ্ঞপ্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.