আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি : বাংলা প্রথমপত্

[পূর্ব প্রকাশের পর]

নিচের উদ্দীপক থেকে ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেছে শিরিন। কিন্তু বিয়ের পর শ্বশুর শাশুড়ির অমত আর নিজেরও অনাগ্রহের কারণেই শেষ পর্যন্ত চাকরি করা হলো না।

৩২. 'জাগো গো ভগিনী' অবলম্বনে শিরিনের চাকরি না করার কারণ হলো-

র. শ্বশুর-শাশুড়িকে সম্মান করা

রর. শিরিনের প্রকৃত শিক্ষার অভাব

ররর. শিরিনের দাসীবৃত্তি মনোভাব

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৩৩.উক্ত কারণটি ফুটে ওঠেছে কোন বাক্যে?

ক. বহুকাল থেকে নারী হৃদয়ের উচ্চবৃত্তিগুলো বিনষ্ট হয়েছে

খ. বিবেক আমাদের প্রকৃত অবনতি দেখাইয়া দিতেছে

গ. নারীর কাজ সস্তায় বিক্রয় হয়

ঘ. আমরা দুর্বল ভূজা, মূর্খ, হীনবুদ্ধি নারী

৩৪. ' 'অ্যা, তুই আমার গায়ে হাত তুলিস!'- উক্তিটি কার?

ক. ফটিকের খ. মাখনের

গ. বাঘাবাগদির ঘ. ফটিকের মায়ের

৩৫.'হিন্দুর অক্ষর' বলতে কবি আবদুল হাকিম কী বোঝাতে চেয়েছেন?

ক. বাংলা ভাষার অক্ষর খ. সংস্কৃত ভাষার অক্ষর

গ. আরবি ভাষার অক্ষর ঘ. দেবনাগরী ভাষার অক্ষর

৩৬.'রচনার শিল্পগুণ' প্রবন্ধে প্রাঞ্জলতার প্রধান বৈশিষ্ট্য কী?

ক. পড়ামাত্র বুঝতে পারা

খ. যা বলতে চাই তা বলতে পারা

গ. লিখতে গিয়ে সুন্দর শব্দাবলী বাছাই করা

ঘ. যা লিখতে চাই তা সুন্দর করে লেখা

৩৭.রবীন্দ্রনাথ ঠাকুরের 'বনফুল' কাব্যগ্রন্থ কত বছর বয়সে প্রকাশিত হয়?

ক. ১৪ বছর খ. ১৫ বছর গ. ১৬ বছর ঘ. ১৭ বছর

৩৮. 'সময়ের প্রয়োজনে' গল্পে জমাট বাঁধা রক্ত দেখতে কীসের মতো ছিল?

ক. পুডিং খ. মাংসপিণ্ড গ. বরফ ঘ. আলকাতরা

৩৯. জহির রায়হান কত তারিখে নিখোঁজ হন?

ক. ১৬ ডিসেম্বর, ১৯৭১ খ. ২৫ ডিসেম্বর, ১৯৭১

গ. ৩০ জানুয়ারি, ১৯৭২ ঘ. ৩০ জুলাই, ১৯৭২

উত্তরমালা : ৩২.গ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক

৩৭. খ ৩৮. ক ৩৯. গ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.