আমাদের কথা খুঁজে নিন

   

মমতা-পাওয়েলের বৈঠক বাতিল

বাতিল হয়ে গেছে মমতা-পাওয়েল বৈঠক। পশ্চিমবঙ্গের নতুন সচিবালয় নবান্নে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কোনো এক অজানা কারণে বৈঠকটি বাতিল হয়ে গেছে। মুখ্যমন্ত্রীও পাওয়েলের সঙ্গে এরকম কোনো বৈঠকের কথা অস্বীকার করেছেন।

বৈঠকের সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দিলি্ল থেকে কলকাতায় যান পাওয়েল। গতকাল সকালেই নির্ধারিত সূচি অনুযায়ী বেলা সোয়া ১২টায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করতে রাজভবনে যান তিনি। সেখানে রাজ্যপালের সঙ্গে দুপুরের খাবার খান পাওয়েল। রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে দুপুরে একটা নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল হওয়ার ফলে রাজভবন থেকেই কলকাতার মার্কিন কনস্যুলেটে ফিরে যান পাওয়েল।

মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে আগ্রহ প্রকাশ করার পর সপ্তাহ খানেক আগেই মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে দিলি্লতে মার্কিন দূতাবাসকে জানিয়ে দেওয়া হয় যে ২১ অথবা ২২ ফেব্রুয়ারি নবান্নে এই বৈঠক হতে পারে। এর পরই রাজ্য সরকারের তরফে সব কিছু আয়োজন করা হয়। ২০১১ সালের মে মাসে রাজ্যের ক্ষমতায় আসার পর এক বছরের মাথায় ২০১২ সালের মে মাসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে মহাকরণে গিয়েছিলেন তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন। সেসময় দীর্ঘ বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসায় মমতার ভূয়সী প্রশংসা করেন হিলারি। এরপর ওই বছরের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে মহাকরণে গিয়েছিলেন ন্যান্সি পাওয়েলও। তাহলে এবারে কেন এই বৈরিতা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.