ফাল্গুনের বায়ুঢেউ আবার বয়ে আনে
একুশের কাঁচা রোদ।
আমূল স্নায়ু জুড়ে জীবন জেগে ওঠে।
জাগো! তুমিও জেগে ওঠো মা!
তোমার দরজায় ভিক্ষু শ্রমণ আমি,
দাও ধ্বনি দাও বাক্য।
অশক্ত সন্তান আমি,
হাতের আঙ্গুল বিকল, মাথায়
অস্ত্রোপচারের ক্ষত,
আড়ষ্ট জিহ্বামূল।
তবু কথারা ফেনিল
একুশের চনমনে রোদে।
আমাকে উত্থান দাও মা
দাও জাগরণ
আবার সবাক স্রোতে মুখরতা দাও
দাও মৃত্যুর জাঙাল ঠেলে
কবিতার অমরতা দাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।