কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) অফিসে দরপত্র জমাদানে ঠিকাদারকে বাধা ও মারধরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে নগরীর শাকতলার সওজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ ঠিকাদারদের মাঝে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, ২০১৩-২০১৪ অর্থ বছরে কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) সড়কে পরিমাপক যন্ত্র ও শ্রমিক সরবরাহে ২৫ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। গতকাল দরপত্র জমাদানের শেষ দিনে মেসার্স ফয়সাল কনস্ট্রাকশনের পক্ষে ঠিকাদার সৈয়দ মাজহারুল হক ফরহাদ সওজের কার্যালয়ে দরপত্র জমা দিতে যান। এ সময় ওই কার্যালয়ে ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণকারী একটি সিন্ডিকেটের লোকজন ফরহাদকে বাধা দেয় এবং মারধর করে। ঠিকাদার সৈয়দ মাজহারুল হক জানান, বহিরাগতসহ মুকিম, কামরুল, সোহেল, রাসেল, জাকিরসহ সিন্ডিকেটের কয়েকজন লোক তাকে মারধরের পর দরপত্রের কাগজপত্র ছিঁড়ে ফেলে।
এ ব্যাপারে সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সওজ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।