আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

নরসিংদীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এসএসসি পরীক্ষার্থী ও এক কারারক্ষীর। এ ছাড়া কুষ্টিয়া, পাবনার সাঁথিয়া, নাটোরের বড়াইগ্রাম ও রংপুরের বদরগঞ্জে নিহত হয়েছেন একজন করে।

নরসিংদী : রায়পুরা উপজেলার নারায়ণপুর গকুলনগরে গতকাল প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার মেঘনাঘাট গ্রামের সগির মিয়া, কবিতা বেগম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বারিচা আসছিল। গকুলনগরে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সগির ও কবিতা মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় আরও এক যাত্রীর। গাজীপুর : কোনাবাড়ির সেন্ট্রাল হাসপাতালের সামনে গতকাল কাভার্ডভ্যান চাপায় কাশিমপুর কারাগারের কারারক্ষী আশরাফ হোসেন নিহত হয়েছেন।

আশরাফ আশুলিয়ার নৈহাটি গ্রামের আবদুস সালামের ছেলে। এদিকে এসএসসি পরীক্ষা শেষে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বাসচাপায় মারা গেছে আশিকুজ্জামান। সে রংপুরের গঙ্গাচড়ার আবদুস সালেক মিয়ার ছেলে। গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম : উপজেলার কাদিমচিলান এলাকায় ট্রাকের ধাক্কায় জুতা ব্যবসায়ী আবুল কালাম আজাদ নিহত হয়েছেন।

আজাদ ওই উপজেলার গড়মাটি গ্রামের আবদুস সালাম মাস্টারের ছেলে। সাঁথিয়া : উপজেলার চাকলা ছোন্দহ সেতু এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছে স্কুলছাত্র গোলজার। সে বেড়া উপজেলার বড়শিলা গ্রামের মোকাররম হোসেনের ছেলে ও বেড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বদরগঞ্জ : বদরগঞ্জ-রংপুর সড়কের চেংমারীতে ট্রাকচাপায় মতি মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুরের বাসিন্দা বলে জানা গেছে।

কুষ্টিয়া : সদর উপজেলার খাজানগরে মাইক্রোবাসের ধাক্কায় সিদ্দিক নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের প্রগতি রাইস মিলের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। বরিশাল : শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জের ভাণ্ডারিয়া ঘাটে যাত্রীবাহী টেম্পো উল্টে গুরুতর আহত আওয়ামী লীগ নেতা রমিজউদ্দিন কবিরাজ মারা গেছেন। গতকাল ভোরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার চানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.