পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভোট চেয়ে দ্বারে দ্বারে চিঠি পাঠাতে যাচ্ছেন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রীর প্রচারের ক্ষেত্রে এমনটাই অভিনব ভাবনা মাথায় এসেছে। আর নেত্রীর স্বপ্নকে বাস্তব করতে প্রস্তুত তৃণমূল নেতাকর্মীরা।
প্রশাসনিক প্রধান হয়েও সাধারণের সঙ্গে মিশে যাওয়ার খ্যাতি আছে মমতার। লোকসভা ভোটের আগে বারবার বিভিন্ন জেলায় ছুটে বেড়াচ্ছেন তিনি।
শুধু নিজে নয়, দলের কর্মী সমর্থকদেরও সমাজের তৃণমূলস্তরে মিশে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও অনেক ক্ষেত্রেই তার ব্যতিক্রম ঘটছে। ফলে এবার মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে নয়াপন্থা তৃণমূল প্রধানের।
জানা গেছে, প্রতিটি এলাকার তৃণমূল কর্মীরাই এখন বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে তৃণমূল নেত্রীর চিঠি। চিঠিতে প্রত্যেক মানুষকে ভোট দেয়ার আবেদন জানাচ্ছেন তিনি।
তৃণমূলের এক নেতা জানান, জনসাধারণের কাছে তৃণমূল নেত্রীর আবেদন থাকবে, দিল্লিতে দুর্নীতিগ্রস্ত সরকার নয়, দাঙ্গাবাজ সরকারেরও দরকার নেই। আঞ্চলিক দলগুলি সরকার তৈরি করবে। আগামীদিনে তৃণমূল নির্ণায়ক শক্তি হবে বলে চিঠিতে উল্লেখ করা থাকবে। সেইসঙ্গে কংগ্রেস, বিজেপি, সিপিএমকে একটি ভোটও না দেয়ার আবেদন করেছেন তিনি জনসাধারণের কাছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।