আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় দুই ভাইয়ের সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার কে-গাতী ইউনিয়নের চন্দ্রঘোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও মারধরের পর ছোট ভাইয়ের মৃত্যু হয়।

পুলিশ জানায়, ওয়ারিশের জমি নিয়ে চন্দ্রঘোনা গ্রামের মৃত কদর উদ্দিনের বড় ছেলে আমির উদ্দিন (৫০) ও ছোট ছেলে রহিম উদ্দিনের (৩৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় বড় ভাই ও ভাবী জাহেরা বেগম রহিম উদ্দিনকে মারধর করে। পরে রহিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে তুচ্ছ ঘটনার জেরে শনিবার রাতে জেলার মদন উপজেলার মাঘান গ্রামের সাইদুল ইসলাম মেম্বারকে মারধর করে গোলাম মোস্তফা সনুর লোকজন। এ নিয়ে গতকাল দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেলে বাকিদের স্থানীয়ভাবে

চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনীতে গাছ কাটা নিয়ে সংঘর্ষ : মেহেরপুরের গাংনীর কচুইখালী গ্রামের একটি কবরস্থানের গাছ কাটা ও দখলকে কেন্দ্র করে গতকাল সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্, মেহেরপুর জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাবনায় জমি নিয়ে সংঘর্ষ, গুলিবর্ষণ : জমি দখল নিয়ে গতকাল সকালে পাবনা খিদিরপুর বাজারের আরাফাতের সঙ্গে কালু শেখের লোকজনের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় কালু শেখের লোকজন মামলা দায়ের করেছেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.