পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন করেছেন দেশটির একটি আদালত। এর মধ্য দিয়ে পাকিস্তানে এই প্রথমবারের মতো ক্ষমতা দখল করা কোনো সেনাপ্রধান দেশদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি হলেন। বেআইনিভাবে দেশের সংবিধান স্থগিত করা ও ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করার জন্য মোশাররফকে অভিযুক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। নিজেকে নির্দোষ দাবি করে এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন মোশাররফ। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।