আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : বাকেরগঞ্জের রহমতগঞ্জে সোমবার রাতে টেম্পো উল্টে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। নিহত আল-আমিনের বাড়ি একই উপজেলার রুনশী গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গাইবান্ধা : সদর উপজেলার গোপালপুর এলাকায় গতকাল অটোরিকশার ধাক্কায় আছিয়া বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

তিনি একই এলাকার মৃত আকবর আলীর স্ত্রী। কুড়িগ্রাম : কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের পাটেশ্বরী বাজারে গতকাল তেলবাহী লরি চাপায় অজ্ঞাত নারী (৩০) নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক ট্যাঙ্কলরিটি আটক করে ভাঙচুর চালিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার কানসাট চৌডালা সড়কে গতকাল ভটভটির ধাক্কায় হাকিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার দাইপুখুরিয়া ইউপির চাকলা গ্রামে।

ফরিদপুর : শহরতলির গজারিয়ার পাটপাশা গ্রামে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝাই ট্রাক খাদে পড়ে গেলে চালক আবুল কালাম (৪২) নিহত হন। এ ঘটনায় ২ জনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত আবুলের বাড়ি একই উপজেলার ডাংগী গ্রামে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.