আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ১০

রংপুরে পীরগঞ্জের আলমপুর গ্রামে জমি বিরোধের জের ধরে গতকাল সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত আবদুল হালিম একই এলাকার আব্বাস আলীর ছেলে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আবদুর রহিম, আবদুর রহমান, রাজু মিয়া ও শাহনুর রহমানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমপুর গ্রামের আব্বাস আলীর তিন ছেলে রহিম, হালিম ও রহমান তাদের নানার দেওয়া সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিছুদিন ধরে পাশের পত্নীচড়া গ্রামের মিজানুর রহমান ওই জমির মালিকানা দাবি করেন। গতকাল মিজানুর দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ ওই জমি দখল করতে আসেন। এ সময় আব্বাস আলীর ছেলেরা বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.