শেরপুর সদর উপজেলার বারঘরিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় দুর্বৃত্তরা ১১টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলার শিকার ওইসব পরিবারের শতাধিক মানুষ এখন গৃহহারা। আতঙ্কে বাড়িতে ফিরতে পারছে না তারা। হামলার শিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় দুর্বৃত্তরা প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে মামলা নেয়নি পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে আলম জানান, ক্ষতিগ্রস্তরা যাতে নিজেদের বাড়িতে থাকতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, 'কেউ আমাদের কাছে মামলা দিতে আসেনি। পুলিশ মামলা নেয়নি এ অভিযোগ সত্য নয়। ক্ষতিগ্রস্তদের বাড়ি পাঠানোর জন্য পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিসহ সব পক্ষের সঙ্গে কথা বলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।