চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল উত্তর উজিরপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খেয়ে বৃষ্টি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত বৃষ্টি উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের বিশুর মেয়ে।
জানা গেছে, বৃষ্টিকে স্থানীয় একটি কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর ৫/৭ মিনিট পর সে মারা যায়। সিভিল সার্জন ডা. মো. মোজহার হোসেন শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিশুটি যে ভিটামিন 'এ' ক্যাপসুল খেয়ে মারা গেছে একথা সঠিক নয়, শিশুটি অন্য কোন অসুখে মারা যেতে পারে। কারণ শিবগঞ্জ উপজেলায় শনিবার মোট ৬০ হাজার ৫৭৩ জন শিশু ভিটামিন 'এ' ক্যাপসুল খেয়েছে। কিন্তু কারও কোন অসুবিধা হয়নি।
শিশু বৃষ্টির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র বিশেষজ্ঞ ডা. সাফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশষ্টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য ২ সদস্য হলেন: চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের বিশেষজ্ঞ ডা. মো. আবুল কাশেম ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল করিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।