লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতার পছন্দের প্রার্থীকে স্কুলের নৈশপ্রহরী নিয়োগ না দেওয়ায় স্কুলের একমাত্র প্রবেশপথটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ায় দুই দিন ধরে বন্ধ রয়েছে স্কুলটি। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও এগিয়ে আসেনি কেউ। ফলে ক্ষমতাসীন দলের ওই নেতার দাপটে প্রায় অসহায় হয়ে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা যায়, হাতীবান্ধার উত্তর বিছনদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল কাশেমের সঙ্গে ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাভলু ওই স্কুলের নৈশপ্রহরী নিয়োগ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এতে আবুল কাশেম তার ভাতিজা শাহ আলম ও আসাদুজ্জামান লাভলু তার চাচাতো ভাই মিন্টু মিয়ার পক্ষ নেন। এর জের ধরে শনিবার সকালে স্কুলে ঢোকার একমাত্র পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন লাভলু ও তার লোকজন। লাভলু বলেন, 'আমার দাদা ওই স্কুলে প্রায় ১০০ শতাংশ জমি দান করেছেন। তাই আমার চাচাতো ভাই মিন্টুকে স্কুলের নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার কথা। কিন্তু প্রধান শিক্ষক বর্তমান সভাপতি আবুল কাশেমের প্রার্থীকে নিয়োগের চেষ্টা করছেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম তাজিবর রহমান বলেন, সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।