দেশের পুলিশ বিভাগে তাৎপর্যপূর্ণ সংস্কার আনা হচ্ছে। অপরাধ তদন্তের দায়িত্ব থানা পুলিশের হাত থেকে চলে যাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইর কাছে। আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পুলিশকে সর্বক্ষণই ব্যস্ত থাকতে হয়। ভিআইপিদের নিরাপত্তা রক্ষার বাড়তি দায়িত্বও তাদের ওপর বর্তায়। এর বাইরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হলে তা যথাযথভাবে পালন করা থানা পুলিশের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তদন্তে ত্রুটি থাকায় অপরাধীদের সাজা নিশ্চিত করা অধিকাংশ ক্ষেত্রে অসম্ভব হয়ে দাঁড়ায়। এ মুহূর্তে দেশের বিভিন্ন থানা পুলিশ, ডিবি এবং সিআইডি কর্মকর্তাদের কাঁধে জমে আছে অসংখ্য মামলার তদন্ত কাজ। রাজনৈতিক অস্থিরতা এবং দৈনন্দিন কাজের চাপে থানার তদন্ত কর্মকর্তারা মামলার তদন্ত কাজ সূচারুভাবে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারছেন না। এর ফলে অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রে নিষ্কৃতি পেয়ে যাচ্ছে। হত্যা, অপহরণ, চাঁদাবাজির মামলায়ও অভিযুক্তদের বিরুদ্ধে যথার্থ প্রমাণ না থাকায় তারা আইনের ফাঁকফোঁকরে মুক্তি পেয়ে যাচ্ছে। পিবিআইয়ের কাছে মামলা তদন্তের দায়িত্ব দিলে তাদের পক্ষে এ ক্ষেত্রে সূচারুভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে। মামলা তদন্তে পিবিআই সদস্যদের পেশাদারিত্বও গড়ে উঠবে। ইতোমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন থানায় জেলা পুলিশের পাশাপাশি পিবিআই মামলা তদন্ত শুরু করেছে। পুলিশের এই বিশেষায়িত ইউনিটটি খুন, ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়, চোরাচালান ও কালোবাজারি, মানবপাচার, সাইবার ক্রাইম, ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত মামলাগুলো তদন্ত করবে। স্মর্তব্য, ২০১১ সালের ২ অক্টোবর পৃথক তদন্ত ইউনিট পিবিআই গঠনের জন্য পুলিশ সদর দফতর থেকে এক হাজার ৩৪৫টি পদ সৃষ্টির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০১২ সালের ২২ ডিসেম্বর পিবিআই গঠনের অনুমোদন পাওয়া যায়। পুলিশ কর্মকর্তাদের মতে, তদন্ত একটি বিশেষায়িত ও টেকনিক্যাল পুলিশি কাজ। পুলিশের মধ্যে একটি পৃথক ও কার্যকর তদন্ত ইউটি গঠনের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। পিবিআই গঠনের ফলে অপরাধ দমনে বাড়তি সুবিধা পাওয়া যাবে। থানা পুলিশের পর্যাপ্ত লোকবল এবং অন্যান্য সুযোগ-সুবিধা না থাকার কারণে তদন্তের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা সৃষ্টি হতো তার অবসান ঘটবে বলে আশা করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।