ভারতীয় ভূখণ্ডে এক ট্রাকচালককে গুলি করে হত্যার প্রতিবাদে গতকাল সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। জেলা প্রশাসক সরদার সরাফত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তোহরুল ইসলাম টুটুল জানান, ভারতের মালদহ ট্রাক টার্মিনালে সোনামসজিদগামী অপেক্ষমাণ এক পণ্যবোঝাই ট্রাকচালককে শুক্রবার রাতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে ভারতের রপ্তানিকারকরা মোহদিপুর স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
ফলে সকাল থেকে সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।